Return Policy
প্রডাক্ট হাতে পাওয়ার পর প্রডাক্টটি ভালো ভাবে চেক করে নিবেন। ভুল প্রডাক্ট বা ড্যামেজড প্রডাক্ট গেলে কোন পেমেন্ট করা ছাড়ায় প্রডাক্ট রিটার্ন করতে পারবেন, প্রডাক্ট এর পেমেন্ট আগে করে থাকলে রিফান্ড করা হবে। যদি সঠিক প্রডাক্ট পেয়ে থাকেন তবে যে কোন কারণে প্রডাক্টটি রিটার্ন করতে চাইলে অবশ্যই ডেলিভারি এবং রিটার্ন চার্জ প্রদান করতে হবে। অবশ্যই ডেলিভারি ম্যান এর সামনে প্রডাক্ট চেক করতে হবে। ডেলিভারি ম্যান চলে আসলে বা প্রডাক্ট নিয়ে ডেলিভারি ম্যান এর চোখের আড়ালে চলে গেলে রিটার্ন পলিসি কার্যকর থাকবে না এবং প্রডাক্ট রিটার্ন বা এক্সেচঞ্জ করার কোন সুযোগ থাকবে না। তবে বিশেষ ক্ষেত্রে অনুরোধ সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা অবশ্য়ই আমাদের কাস্টমারদের উন্নত মানের সেবা প্রদানের চেষ্টা করে থাকি।
যে সকল ক্ষেত্রে কোন পেমেন্ট ছাড়া প্রডাক্ট রিটার্ন করতে পারবেন।
- প্রডাক্ট ড্যামেজড হলে।
- ভুল প্রডাক্ট পেলে।
- প্রডাক্ট নষ্ট হলে।
যে সকল ক্ষেত্রে ডেলিভারি চার্জ বা রিটার্ন চার্জ প্রদান করতে হবে
- প্রডাক্ট এ ত্রুটি না থাকলে এবং সঠিক প্রডাক্ট হলে, কোন কারণ ছাড়া প্রডাক্ট রিটার্ন করতে চাইলে
- প্রডাক্ট এক্সচেঞ্জ করতে চাইলে রিটার্ন চার্জ এবং পরবর্তি প্রডাক্ট এর ডেলিভারি চার্জ প্রদান করতে হবে
যে সকল ক্ষেত্রে রিটার্ন পলিসি বাতিল বলে গণ্য হবে।
- ডেলিভারি ম্যান স্থান ত্যাগ করলে
- প্রডাক্ট ডেলিভারি ম্যান থেকে নিয়ে আড়াল হলে
- মুল প্রডাক্ট এর কোন অংশ বিকৃত বা নষ্ট করলে
- ব্রান্ডেড বা পূর্বে থেকে ইনটেক প্রডাক্ট সমূহ বা ব্রান্ড সিল তুলে ফেল্যে।